জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

কন্টাই নান্দনিক ক্লাবের মাঙ্গলিক ঘট ভাঙচুর, চাঞ্চল্য

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার দূর্গা পূজা মানেই কন্টাই নান্দনিক ক্লাব। এই ক্লাব দীর্ঘ ৪০ বছর ধরে ভক্ত তথা দর্শকদের নজর কেড়ে ছিল মন্ডপসজ্জা ও প্রতিমায়। কোভিড পরিস্থিতি কাটিয়ে সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার লক্ষ্যেই ৯ জুলাই উল্টো রথের দিন সারম্বরে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা হয়েছিল। বেশ কয়েক দিন কাটার পরে গতকাল মধ্যরাতে কে বা কারা পুজোর খুঁটি, প্রদীপ, মঙ্গল ঘট সহ একাধিক ও ব্যানার ছিঁড়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ।
এই পরিস্থিতি খতিয়ে দেখতে ক্লাবের কর্মকর্তা তথা সংসদ সদস্য দিব্যেন্দু অধিকারী আসেন। পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ওই স্থানে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করেন। তিনি বলেন,”এই পুজোকে কেন্দ্র করে যারা এইসব এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে এগুলো কোনো ভাবেই মানুষ মেনে নেবেন না। যেহেতু পুজো যেই জায়গাটায় হয় সেটি ভারত সরকারের অধীনস্থ-শিল্প উন্নয়ন ও আন্ত বাণিজ্য বিভাগ বাণিজ্য ও শিল্প মন্ত্রকের।”

দিব্যেন্দু অধিকারী, সাংসদ। নিজস্ব চিত্র
YouTube player