এনএফবি,কলকাতাঃ
কলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি (এসএক্সইউ)র ইংরেজির প্রাক্তন সহকারী অধ্যাপক অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে নিজের ‘আপত্তিকর’ এবং ‘অনুপযুক্ত’ ছবি পোস্ট করার অভিযোগে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ করে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করেছেন তিনি ৷
তবে এই শিক্ষাবিদ, যিনি দুটি ইউরোপীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, তিনি আরও অভিযোগ করেছেন যে, যে প্রক্রিয়ায় তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তা যৌন হয়রানি এবং ইচ্ছাকৃত চরিত্র হত্যার সমান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সহকারী অধ্যাপক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
A student of St. Xavier’s Kolkata was recently caught looking at a pic of a Prof in her swimsuit (taken from her private IG). His father sent a letter to the uni condemning HER for his son’s leching.
— Sukhnidh ⚆ _ ⚆ (@skhndh) August 8, 2022
Prof was forced to resign in a strikingly humiliating manner.
2022… damn. pic.twitter.com/2RNLnXBd0p