জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ব্লক কর্মাধ্যক্ষের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর দু’নম্বর ব্লকের আকাশ্যা আদিবাসী পাড়া। খড়্গপুর দু’নম্বর ব্লকের তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বীরেন হাঁসদা গত পরশুদিন তার এলাকায় উন্নয়নমূলক কাজ হয়নি বলে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। আর সেই পোস্ট করার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরেন হাঁসদার পোস্টে ছবি দিয়ে লেখা আছে,
“শিক্ষা কর্মাধ্যক্ষের পাড়ায় কোনো কাজ হয়নি। জাহের থান, ঢালাই রাস্তা, লাইট, ঘর, শৌচাগার সমস্ত উন্নয়ন থেকে আকাশ্যা আদিবাসী পাড়া কে বঞ্চনা করা হয়েছে।”

বীরেন হাঁসদা। নিজস্ব চিত্র

আজ তিনি এলাকায় সমস্যার কথা ঘুরে ঘুরে জানানোর সময় তার চোখে জল এসে যায়। এই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়লো না বিজেপি। বিজেপির বক্তব্য,”মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। এই দলটা কোনদিন আদিবাসীদের কোন উন্নয়ন করেনি, উন্নয়ন হয়েছে শুধুমাত্র তৃণমূল নেতাদের।”

শেখ আনিসুর রহমান, সভাপতি, খড়্গপুর-২ পঞ্চায়েত সমিতি। নিজস্ব চিত্র