জুলাই 8, 2024
Latest:
জেলাফিচার

চিকিৎসা পরিষেবার জন্য পরিকাঠামোর উন্নয়নের পথে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ

এনএফবি, কোচবিহারঃ

কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পায়। সেই কারণে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ চোখের ছানি অপারেশনের ফেকো সার্জারি মেশিন বসানোর পাশাপাশি নবজাতক শিশুরা জন্মের পর কানে শুনতে পায় কি না তা পরীক্ষা করতে নিউ বর্ন বেবি আর্লি ডায়ালোসিস করার মেশিন সহ অন্যান্য মেশিন বসানো হয়েছে বলে জানা গিয়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে।

জানা গেছে, কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নতুন করে ফেকো সার্জারি (সেলাইবিহীন ছানি অপারেশন) করার মেশিন বসানো হয়েছে। কারণ কোচবিহার জেলার বহু মানুষ আছে যারা চোখের সমস্যার জর্জরিত। তারা নানান দালালের চক্রে পড়ে অনেক টাকা পয়সা নষ্ট করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গুলিতে নানান মেশিন বসাচ্ছেন। এই খবর গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছোলে তারা সকলে ফ্রি চিকিৎসার জন্য হাসপাতালে আসবে।
পাশাপাশি, কোন নবজাত শিশু জন্মের পর কানে শুনতে পায় কি না তা পরীক্ষা করার জন্য এবং নিউ বর্ন বেবিদের আর্লি ডায়ালোসিস করার মেশিন বসান হল আজ।এই মেশিনের সাহায্যে ওই শিশু কানে শুনতে পায় কি না তা পরীক্ষা নিরীক্ষা করে দেখে আগাম চিকিৎসা শুরু করা যেতে পারে। সেই কারণে আমরা এই ধরণের মেশিন বসাচ্ছি আমাদের মেডিক্যাল কলেজে বলে জানান কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডঃ রাজীব প্রসাদ।

নিজস্ব চিত্র