জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

হাতির হানায় অতীষ্ঠ করোলা চাষীরা

এনএফবি, ঝাড়গ্রামঃ

হাতির হানায় তছনছ হয়ে গেল বিঘার পর বিঘা করোলা চাষের জমি । এই ঘটনায় মাথায় হাত করোলা চাষীদের । রবিবার মধ্যরাত থেকে করোলার জমিতে নেমে পড়ে হাতির একটি দল। সারারাত ধরে তছনছ করে করোলা জমি। সোমবার সকালে করোলা জমি দেখে অবাক হয়ে যান সকলে।

ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম বনবিভাগের ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের শিমুলডাঙ্গা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় মাস খানেক ধরে এই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আঠারোটি হাতির একটি দল। কিন্তু হাতি গুলিকে অন্যত্র সরানোর জন্য বনদপ্তর কে বহুবার জানানো হলেও বনদপ্তর থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি । ফলে মাঝেমধ্যেই জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ি ঘরে হানা দেয় হাতিগুলি। করোলা চাষী লখিন্দর মাহাতো, গোপাল চন্দ্র মাহাতো, সন্ধ্যা মাহাতোরা বলেন, “বহু কষ্ট করে আমরা বিভিন্ন রকমের সবজি চাষ করেছি। বেশিরভাগই করোলা চাষ করা হয়েছে । এছাড়াও কিছুটা ঝিঙে ও টমেটো চাষ করা হয়েছে । আজ হাতির দল নেমে পুরো বাড়ি তছনছ করে দিয়েছে । বনদপ্তরকে জানিয়েও কোন লাভ হয় না। বহুবার ফসল ক্ষতির জন্য আবেদন জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত ৫০ পয়সাও পাওয়া যায়নি । বনদপ্তরের কাছে অনুরোধ, হাতিগুলোকে অন্যত্র সরিয়ে দিলে ভালো হয় । তা না হলে হাতি যা ক্ষতি করবে তা মাথা পেতে নিতে হবে । করোলা চাষে বহু টাকা ব্যয় হয়েছে এই ক্ষতির পর কিভাবে যে সংসার চালাবো তা আমরা কেউ ভেবে পাচ্ছি না ।”