অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
সিডনি টেস্ট শুরু বুধবার। নতুন বছরের প্রথম টেস্টের প্রথম দিনই মাঠে থাকতে পারবেন না প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ান পেশ বোলার গ্লেন ম্যাকগ্রা। কারণ, করোনা সংক্রমিত এই অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার। ফলে সিডনিতে পিঙ্ক টেস্টে তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হল সংশয়। প্রয়াত স্ত্রী জেনের স্মরণে সিডনিতে পিঙ্ক টেস্ট আয়োজনে বিশেষ ভূমিকা নেন অজি পেসার।
সিডনিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের তৃতীয় দিন জেন ম্যাকগ্রা ডে নামে পরিচিত। ম্যাকগ্রা ফাউন্ডেশনের চিফ এগজিকিউটিভ হলি মাস্টার্স বলেন, ‘গ্লেনের আরটি-পিসিআর টেস্ট পজিটিভ এসেছে। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আশাবাদী, ওর পরবর্তী পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসবে। সেক্ষেত্রে তৃতীয় দিন গ্লেনকে আমরা মাঠে দেখতেই পারি।’
২০০৮ সালে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান গ্লেন ম্যাকগ্রার স্ত্রী। তারপর থেকে সিডনিতে অনুষ্ঠিত প্রত্যেকটা টেস্ট ম্যাচ জেনের স্মরণে হয়ে থাকে। ২০০৫ সালে একটা ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন ম্যাকগ্রা দম্পতি। ক্যানসারের বিরুদ্ধে লড়তে একটা চ্যারিটেবল সংস্থা গড়ে তোলেন তাঁরা। জেন প্রয়াত হওয়ার পর সিডনি টেস্টের তৃতীয় দিন জেন ম্যাকগ্রা ডে হিসেবে পালিত হয়।