আইপিএলে করোনা হানা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলের দু সপ্তাহ গড়াতে না গড়াতেই করোনার হানা। আর তাতেই চিন্তার ভাঁজ বোর্ড কর্তা থেকে আইপিএল কর্তাদের। দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাটট্রিক ফারহার্ত করোনায় আক্রান্ত। আপাতত টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেইসঙ্গে গোটা দলকেই আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু ম্যাচ হওয়া অনিশ্চয়তার মুখে।

দীর্ঘ দুবছর পর আইপিএল ফিরেছে ভারতের মাটিতে। কিন্তু করোনার ভ্রুকুটি ছিলই। যদিও বেশ কয়েকমাস ধরে করোনার গ্রাফ নীচের দিকেই ছিল। এমন পরিস্থিতিতে বহু সাবধানতা অবলম্বন করে দেশের মাটিতে আইপিএল আয়োজনের ব্যবস্থা করেছিল বোর্ড। বিভিন্ন রাজ্যে নয়, একটি রাজ্যেই এবারের আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড। সেইসঙ্গে কঠোর বিধি-নিষেধ মেনেই চলছিল এবারের আইপিএল।