এনএফবি,নিউজ ডেস্কঃ
এবার করোনা থাবায় কাবু সংসদ। পার্লামেন্টের দুই কক্ষের চারশোর বেশি কর্মী করোনা আক্রান্ত। এই অবস্থায় আসন্ন বাজেট অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সংসদের অন্দরে কাজ করেন এমন ১ হাজার ৪০৯ জন কর্মীর কোভিড পরীক্ষা করানো হয়েছিল।এদের মধ্যে ৪০২ জন করোনা সংক্রমিত বলে জানা গেছে। এরমধ্যে ২০০ জন লোকসভায় কাজ করেন। ৬৯ জন রাজ্যসভায় এবং বাকি ১৩৩ জন সাধারণ স্টাফ। সংসদের বাইরেও যাঁরা কাজ করেন সেই কর্মীদের করোনা রিপোর্ট এখনও প্রকাশ্যে আসে নি।
জেট গতিতে বাড়ছে দেশের করোনা সংক্রমিতের সংখ্যা। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি নিয়ে রবিবার বিকেল ৪ টে ৩০ নাগাদ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে মিটিং-এ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকেরা। এই সভা থেকে আগামী দিনের করোনা বিধি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।