জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ইংল্যান্ড শিবিরে করোনা, প্রশ্নের মুখে অ্যাশেজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অ্যাশেজ ঘিরে ফের প্রশ্ন! অস্ট্রেলিয়া ইতিমধ্যে সিরিজ জিতলেও করোনা হানা দিয়েছে ইংল্যান্ড শিবিরে। দলের প্রধান কোচ সিলভারউড এবং কয়েকজন নেট বোলার সহ পেস বোলিং কোচ জন লেউইস, পরামর্শদাতা জিতেন প্যাটেল এবং ফিজিও ড্যারেন ভেনেস-দের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই এই পরিস্থিতিতে চতুর্থ টেস্ট ম্যাচ কীভাবে শুরু হবে, সেই নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। সিলভারউডের পরিবর্তে দলের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ গ্রাহাম থর্প-কে।

ইংল্যান্ড ক্রিকেট দলের করোনা আক্রান্ত প্রত্যেক সদস্যকে নিভৃতবাসে পাঠান হয়েছে। এছাড়া ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক অ্যাডাম হোলিওক, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার কারণে তাঁকেও নিভৃতবাসে থাকতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে চতুর্থ টেস্ট ম্যাচ স্থগিত প্রসঙ্গে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি দুই দলের ক্রিকেট বোর্ডের তরফে।