জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার করোনায় আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা দেবী। এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। অবস্থা খানিকটা গুরুতর বলে খবর।শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করা হয় তাঁর জন্য। এক বছর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন নিরূপা দেবী। করোনার তৃতীয় ঢেউয়ের সময় করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সৌরভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ তার গুরুতর কোনও উপসর্গ ছিল না। সৌরভের পুরো পরিবারই করোনা আক্রান্ত হয় সেই সময়। সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও আক্রান্ত হয় সেই সময়। হোম আইসোলেশনে ছিলেন সানা। সেই সঙ্গে সৌরভের ছোট কাকা, সিএবি কোষাধক্ষ্য, দেবাশিষ গঙ্গোপাধ্যায়, ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছিলেন। নিজের ৫০ তম জন্মদিন সেলিব্রেশন করে সৌরভ আপাতত লন্ডন থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের জয়ে উচ্ছ্বসিত সৌরভ টুইট করেন,”ইংল্যান্ডে সুপার পারফরম্যান্স। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো সহজ নয়। প্রথমে টেস্টে ২-২ ড্র, পরে টি-২০ ও ওয়ানডে সিরিজেও জয়। ওয়েল ডান রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, রবি শাস্ত্রী, বিরাট কোহলি, পন্থ ও পাণ্ডু (পাণ্ডিয়া) ভীষণ স্পেশ্যাল।”