এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
ফের বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ আনলেন এক ব্যক্তি।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের লালুয়া পঞ্চায়েতের দক্ষিণ বেলাড় এলাকার বাসিন্দা বলাই সিংহের অভিযোগ, একশো দিনের প্রকল্পে জমি সমতলীকরণের কাজ না করেই টাকা তুলে নেওয়া হয়েছে । তাতে যুক্ত বিজেপি পরিচালিত পঞ্চায়েত নেতৃত্বরা। গত ২২ জুন বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
জানা গেছে, গত ২০১৮-১৯ অর্থবর্ষে একশো দিনের প্রকল্পে বলাই সিংহের প্রায় এক বিঘা জমি সমতলীকরণের কাজের প্রকল্প ধরেছিল পঞ্চায়েত। তবে তিনটি অর্থবর্ষ অতিক্রম হতে চলল। এখনও পর্যন্ত হয়নি কাজ। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছিল মোট ৪৯ হাজার ৪৯১টাকা। অর্ধদক্ষ ও অদক্ষ মিলিয়ে শ্রম দিবস ২৪৩ লেখা বোর্ড বসানো হলেও কাজ হয়নি। এমনটাই তার অভিযোগ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে ৷
যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে তৃণমূল ৷ তৃণমূলের বক্তব্য আগামী দিনে ওই পঞ্চায়েতের বিরুদ্ধে গ্রেফতারের দাবি নিয়ে আন্দোলনে নামবেন তারা। এক কথায় বলা যায় গোটা বিষয় নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা।