এনএফবি, কলকাতাঃ
নিয়োগ দূর্নীতি নিয়ে জেরবার স্কুল সার্ভিস কমিশন। এবার গ্রুপ-ডি কর্মী নিয়োগে সিবিআইকে তদন্ত শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ এই নির্দেশ দেয়।
একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হয়। আজকেই রাত ১২টার মধ্যে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত হয় গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি। এই পোস্টে মোট ৯৮ জনকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয় ৪ মে ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ ৯০ জনের নাম প্যানেলে নেই।