এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট জেলা হাসপাতালে রোগী পরিষেবা উন্নততর করার দাবির পাশাপাশি পরিষেবার অব্যবস্থ্যার জেরে রোগীদের হয়রানী রোধ সহ এক গুচ্ছ দাবিতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করল সিপিএম।
মঙ্গলবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে এই অবস্থান বিক্ষোভ কর্মসুচী পালন করে দলের কর্মী সমর্থকেরা।
দলের বালুরঘাট শহর কমিটির নেতা অনিমেশ চক্রবর্তী জানান, বালুরঘাট জেলা হাসপাতালে পরিষেবা তলানীতে, চরম অব্যবস্থ্যা চলছে প্রায় দেড় দু বছর ধরে। তার অভিযোগ,” রোগী যে ডাক্তারের অধীনে ভর্তি হচ্ছে তা পরের দিন বদলে দেওয়া হচ্ছে। তাতে রোগী পরিষেবার ব্যাঘ্যাত ঘটছে। আমরা চাই রোগী যে ডাক্তারের অধীন ভর্তি হবে তিনিই রোগীকে চিকিৎসা করবেন, তাতে রোগীরা ভাল চিকিৎসা পাবে।” অপরদিকে হাসপাতালে দীর্ঘদিন এক্সরে প্লেট নেই রোগীদের বাইরে থেকে প্লেট কিনে নিয়ে গিয়ে এক্সরে করতে হচ্ছে,অবিলম্বে হাসপাতালে এক্সরে প্লেট দেওয়া শুরু করতে হবে। এছাড়াও হাসপাতালে রোগীদের অপারেশন হচ্ছেনা, কেন হচ্ছে না তা কেউ বলছে না অথচ বাইরের নার্সিং হোম গুলিতে রোগীদের এই হাসপাতালের ডাক্তাররা গিয়ে অপারেশন করছেন, সে সব বন্ধ করার পাশাপাশি হাসপাতালের পরিষেবা উন্নতির জন্য এক গুচ্ছ দাবিতে তারা এই অবস্থান কর্মসুচী ও স্মারকলিপি সুপারকে প্রদান করছেন বলে তিনি জানান। আজকের এই অবস্থান কর্মসুচীতে কর্মীসমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।