জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

রূপনারায়ণ নদী তীরবর্তী রাস্তায় ফাটল

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

রূপনারায়ণ নদীর পাড়ের রাস্তায় দেখা গিয়েছে ফাটল আর এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় ৷

জানা গিয়েছে রূপনারায়ণ নদের পাড়ে নদীর বাঁধ বসে গিয়ে ফাটল দেখা দিয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক থেকে প্রায় ১০০ মিটার পর্যন্ত নদীর বাঁধের রাস্তায় ৷ যার ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে নদীর তীরে বসবাসকারী এলাকার মানুষ জনের মধ্যে ৷

রবিবার কোলাঘাট ব্লক কংগ্রেস পক্ষ থেকে এই ফাটল পরিদর্শন করা হয় ও স্থায়ী সমস্যা সমাধানের দাবি জানানো হয় ৷ নদীর বাঁধের ধারে একাধিক নিয়ম বহির্ভূত ভাবে বহুতল ভবন নির্মাণের সঙ্গে জড়িত অফিসারদের বিরুদ্ধে তদন্ত করে দোষ প্রমাণিত হলে শাস্তির দাবিও জানানো হয় এদিন ৷ সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দেন কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন ।