জুলাই 8, 2024
Latest:
জেলা

ঘোষপুকুর উড়ালপুলে ফাটল সারাইয়ের কাজ শুরু

এনএফবি, দার্জিলিংঃ

সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর উড়ালপুলে শুরু হল ফাটল সারাইয়ের কাজ। এদিন সকাল থেকেই জোড় কদমে চলছে ফাটল সারাইয়ের কাজ। উল্লেখ্য রবিবার ঘোষপুকুর উড়ালপুলে প্রথমে স্থানীয়রা ফাটল দেখতে পান। এরপর স্থানীয়রা খবর দেন ঘোষপুকুর ট্র্যাফিক গার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ট্র্যাফিক পুলিশের কর্মীরা। এরপর বন্ধ করে দেয় যান চলাচল।ঘোষপুকুর- সলসলাবাড়ি প্রোজেক্টের ৩১ডি জাতীয় সড়কে এই উড়ালপুল কলকাতা ও বিহারের সংযোগকারী হিসেবে কাজ করে। তবে ফাটল নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে ব‍্যবসায়ী ও গাড়ির চালক‍রা। সূত্রের খবর ফাটল মেরামত করতে ১৫-২০ দিন সময় লাগবে বলে জানা গিয়েছে।

চলছে ফাটল সারাইয়ের কাজ