জুলাই 5, 2024
Latest:
রাজ্য

অনান্য রাজ্যের দুষ্কৃতকারীরাও পশ্চিমবঙ্গে চলে আসছেঃ দিলীপ ঘোষ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

দুষ্কৃতিকারীদের আড্ডা হয়ে গেছে পশ্চিমবঙ্গ, এখানকার যত চোর ডাকাত সব তৃণমূল নেতা। তারা নিজেরা মারামারি করছে, অন্যান্য রাজ্যের যত দুষ্কৃতিকারী তারাও পশ্চিমবঙ্গে চলে এসেছে, কারণ এখানকার পুলিশ কোন দুষ্কৃতকারীদের গায়ে হাত দেয় না। শুক্রবার সকালে খড়্গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে চা-পে চর্চায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নদীয়ার ঘটনা নিয়ে এমনই ভাবে কটাক্ষ করলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ।

এ দিন তিনি আরও বলেন, এইরকম ঘটনা নিত্যদিন বেড়েই চলেছে, আমার মনে হয় সরকারের ক্ষমতা নেই নিয়ন্ত্রণ করা।

অন্যদিকে সোনা পাচারে বনগাঁর তৃণমূল নেতা শংকর আঢ্যের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সেই প্রসঙ্গ নিয়ে তিনি বলেন যত সমাজবিরোধী, দুষ্কৃতিকারী মাফিয়া সব তৃণমূল নেতা। পঞ্চায়েত, জেলা পরিষদের টিকিট নিয়ে জিতে গেছে। এমএলএ পর্যন্ত হয়ে গেছে, আর টাকা দিয়ে পার্টির সব পদ নিয়ে নিয়েছে ওরা। পুলিশ ধরে না। পুলিশ যদি ধরে এরা সবাই ধরা পড়বে।

টেট নিয়েও রাজ্যকে টার্গেট করেন দিলীপ। এ দিন তিনি বলেন, আগে যারা টেট পরীক্ষায় পাস করে রয়েছে তাদের আগে নিয়োগ করা হোক। পাশাপাশি দুয়ারে রেশন নিয়েও রাজ্যকে কটাক্ষ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তিনি বলেন, বহু ভুয়ো রেশন কার্ড বেরিয়েছে, রেশন ব্যবস্থার লুটের রাজত্ব হয়েছে।