প্রাক মহালয়ায় আতশবাজির দোকানে উপচে পড়া ভিড়, খুশি ব্যবসায়ীরা

এনএফবি,জলপাইগুড়িঃ

আগামীকাল মহলায়া আর এই উপলক্ষে আতশবাজির দোকানগুলোতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড় । দুবছর পর এই বছরে বিভিন্ন ধরণের আতশবাজি এসেছে বাজারে ৷ তারমধ্যে হেলিকপ্টার আতশবাজি বিশেষ ভাবে উল্লেখযোগ্য । যা কিনতে ভিড় জমিয়েছে কচিকাঁচা থেকে সব বয়সের মানুষেরা ।

করোনার জন্য ব্যবসায়ীরা গত দুই বছর ব্যবসা করতে পারেনি কিন্তু এই বছর আতশবাজির দোকানগুলিতে ভিড় হচ্ছে চোখের পড়ার মতো । এখন জলপাইগুড়ি দিনবাজারের আতশবাজি দোকানগুলির ব্যবসায়ীদের ব্যস্ততা তে বিশেষ ভাবে বৃদ্ধি পেয়েছে তা বলার অপেক্ষা রাখেনা ৷

বিক্রেতা ৷ নিজস্ব চিত্র