নীলষষ্ঠীতে কোলাঘাটে জল নিতে ভিড় পুণ্যার্থীদের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

বাংলার চিরাচরিত প্রথা অনুযায়ী চড়ক উৎসবের ঠিক আগের দিন নীল ষষ্ঠীর পুজো হয়ে আসছে । সন্তানের দীর্ঘায়ু ও পরিবারের কল্যাণ কামনায় এই দিনটিতে ব্রতী হয় বঙ্গবাসী। দ্বারকেশ্বর নদ ও শিলাই নদীর মিলিত প্রবাহে কোলাঘাটের রূপনারায়ণ নদের এবং গঙ্গা নদীর মিশ্রিত জল নিতে ভিড় জমিয়েছেন-গৌরাঙ্গ ঘাট, কাটচড়া ময়দান ঘাট, কালিমন্দির ঘাটে। এই জল তুলে নিয়ে পাড়ি দিচ্ছেন প্রায় কুড়ি কিলোমিটার পথ। সেখানে পৌঁছে গিয়ে শিব লিঙ্গের উপর ওই জল ঢালবেন বলে জানান পুণ্যার্থীরা।

নিজস্ব চিত্র

তবে দীর্ঘ দুই বছর ধরে মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ ছিল ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান ৷ তবে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করায় পুনরায় ভিড় লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ৷ তবে এই দিন জল তোলাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য টহলরত অবস্থায় দেখতে পাওয়া গেছে পুলিশ প্রশাসনকে ৷ পাশাপাশি মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের। তবে দীর্ঘ দুই বছর পর পুনরায় ধর্মীয় রীতিনীতি মেনে দেবদেবীর আরাধনাতে মেতে উঠেছে পুণ্যার্থীরা, এমনটাই জানালেন আগত পুণ্যার্থীরা।

নিজস্ব চিত্র