জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

অজিদের সাদা বলের ক্যাপ্টেনও হলেন কামিন্স

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ওয়ান-ডে ফর্ম্যাট থেকে অ্যারন ফিঞ্চের অবসরের পর, অস্ট্রেলিয়ার নতুন ওয়ান-ডে অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সকে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, কামিন্সই হবেন প্রথম ফার্স্ট বোলার যিনি সাদা বলের ফর্ম্যাটে অস্ট্রেলিয়ান দলের নেতৃত্ব দেবেন। ফিঞ্চ গত মাসে ওডিআই থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। এখন টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন ফিঞ্চ এবং কামিন্স টেস্ট দল ও ওয়ান-ডে দলের অধিনায়কত্ব সামলাবেন।

কামিন্স ১৭ নভেম্বর অ্যাডিলেড ওভালে শুরু হওয়া ইংল্যান্ড সিরিজের জন্য অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করবেন এবং পরের বছর ভারতে অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ওয়ান-ডে বিশ্বকাপের এক বছর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। কামিন্স সীমিত ওভারে অস্ট্রেলিয়ার পুরুষদের দলের অধিনায়কত্ব করা প্রথম ফাস্ট বোলার হবেন এবং ১৯৯০-এর দশকের শেষদিকে ১১টি ওয়ান-ডে তে দেশকে নেতৃত্ব দেওয়া শেন ওয়ার্নের পর প্রথম বোলার হবেন।