এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হওয়া দুই ভিন রাজ্যের দুষ্কৃতী সহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে খড়্গপুর শহরের নিমপুরা এলাকায় একটি বড়ো গাড়ি নিয়ে কয়েকজন দাঁড়িয়েছিল। পুলিশের সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করতে গেলে আসল ঘটনা বেরিয়ে আসে। এরপর পুলিশি তল্লাশিতে তাঁদের কাছ থেকে সেভেন এম এম পিস্তল ও গুলি উদ্ধার হয়। পুলিশের জেরায় তাঁরা স্বীকার করে, ডাকাতির উদ্দেশ্যে সেখানে তাঁরা একত্রিত হয়েছিল। সঙ্গে আনা ওই গাড়িটি নিয়ে ডাকাতি করতে যেতো বলে পুলিশকে জানিয়েছে আটক হওয়া ডাকাত দল। পুলিশ গুলি, বন্দুক সহ গাড়িটিকে আটক করেছে। অভিযুক্তদের মঙ্গলবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে জানা গেছে।