জুন 29, 2024
Latest:
স্থানীয়

বহরমপুরে ক্ষতিগ্রস্ত লাইট-জলের কল, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এনএফবি, মুর্শিদাবাদঃ

বহরমপুর পুরসভার ৪ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে রাস্তার লাইট ও পানীয় জলের কল। অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

সূত্রের খবর মঙ্গলবার গভীর রাত্রে বহরমপুর পুরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একাধিক রাস্তার লাইট ভেঙে ফেলা হয়েছে ও একাধিক পানীয় জলের কল ভেঙে ফেলা ও  জলের পাইপ তুলে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে । এলাকার কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার জানিয়েছেন, এই এলাকায় পুরসভার নির্বাচনে কংগ্রেসের জয়লাভ হয়েছে। তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে এই দুষ্কর্মগুলি করছে। তবে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আলো ও জলের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে বলব। যদি প্রশাসন এই কাজ না করে, তাহলে আমরা এলাকার লোকের কাছে চাঁদা তুলে পরিষেবা সচল করব।

হিরু হালদার ৷ নিজস্ব চিত্র

অন্যদিকে এলাকার তৃণমূল নেতা তথা এবারের পুর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপাই ঘোষ জানিয়েছেন, এলাকায় জল ও লাইটের ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছিল। কংগ্রেসের নতুন কাউন্সিলরের লোকজনেরাই এই গুলি ভেঙে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছে। পুরসভার বোর্ড গঠন হয়ে গেলে আমরাই আবার পরিষেবা চালু করব।

পাপাই ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা ৷ নিজস্ব চিত্র
স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র