জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ওষুধের শিশিতে মৃত মাকড়সা

এনএফবি,মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দরবেশ পাড়া এলাকার বাসিন্দা তোজাম্মেল শেখ। সে তার ছেলের বমির সমস্যা নিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর বিভাগের কর্তব্যরত চিকিৎসককে দেখাতে আসে। কর্তব্যরত চিকিৎসক যথাযথভাবে প্রেসক্রিপশনে একটি বমির সিরাপ লিখে দেয়। সেই সিরাপটি হাসপাতালের আউটডোর থেকেই দেওয়া হয় বলে জানা যায় । সেই সিরাপটি নিয়ে গিয়ে ছেলেকে খাওয়ানোর সময় তোজাম্মেল দেখতে পান যে ওই সিরাপের মধ্যে একটি মৃত মাকড়শা রয়েছে। এই দৃশ্য দেখে কার্যত হতবাক তোজাম্মেল শেখ। সঙ্গে সঙ্গে সিরাপ টি নিয়ে হাসপাতালের আউটডোরে এসে তা দেখালে তারা বলে, ” আমাদের কিছু করার নেই ।” পরবর্তীতে তিনি হাসপাতাল সুপার অভিনাশ কুমার কে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। যদিও কর্তব্যরত সুপার জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছে চলতি মাসের ১৬ তারিখে হঠাৎ করেই বমি করতে থাকে তোজাম্মেল শেখের আড়াই বছরের ছেলে মোহাম্মদ ফারহান শেখ। তার পরেই তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর বিভাগে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসা হয়। তখনই আউটডোর থেকে তাকে দেওয়া হয় সিরাপ। যার মধ্যে মৃত মাকড়সা পাওয়া যায়।

নিজস্ব চিত্র