জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ফের হাতির হানায় মৃত্যু

এনএফবি, ঝাড়গ্রামঃ

সকালে স্বামী স্ত্রী সাইকেলে করে রাজমিস্ত্রির কাজে যাওয়ার সময় আচমকা হাতির হানায় মৃত্যু হল স্বামীর, কোনক্রমে প্রাণে বাঁচলো স্ত্রী । ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলা শহরের পুর এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের ভাস্করকাটা এলাকায় ।

জানা গিয়েছে, ভাস্করকাটা এলাকার আদিবাসী দম্পতি জয় কিস্কু ও পানমনি কিস্কু সাইকেলে করে কাজে যাচ্ছিলেন ঝাড়গ্রাম শহরের সুভাষপল্লী এলাকায় । কাজে যাওয়ার সময় বাড়ি থেকে কিছুটা দূরেই হঠাৎ করে ভাস্করকাটার কাছে দুটি হাতি সামনে পড়ে যায় তারা । হঠাৎ করে হাতির সামনে পড়ে যাওয়ায় চমকে ওঠেন তারা । পানমনি কিস্কু সাইকেল থেকে পড়ে গিয়ে একটি নালার মধ্যে ঢুকে যায় । সাইকেল ছেড়ে জয় কিস্কু পালানোর চেষ্টা করে । জয়কে পেছনে ধাওয়া করে একটি হাতি । কিছুটা দূরেই জয়কে ধরে ফেলে হাতিটি । শুঁড়ে তুলে আছাড় মারে তাকে । জয়কে একবার নয় বহুবার হাতিটি শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে, যার ফলে শরীরের হাড়গোড় ভেঙ্গে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় জয় কিস্কুর । হাতিগুলি অন্যত্র সরে যাবার পরে নালা থেকে উঠে চিৎকার করে বাড়ির দিকে দৌড়ায় জয় কিস্কুর স্ত্রী পানমনি কিস্কু । পানমনি বলেন, “আমি ও আমার স্বামী সাইকেলে করে ঝাড়গ্রাম শহরের সুভাষপল্লী এলাকায় রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলাম । সেই সময় হঠাৎ করে ভাস্করকাটার ফাঁকে দুটি হাতি সামনে পড়ে যাই । আমি সাইকেল থেকে পড়ে নালায় ঢুকে যাই । সাইকেল ছেড়ে আমার স্বামী পালানোর চেষ্টা করে তাকে হাতি তাড়া করে ধরে ফেলে । হাতিগুলি সরে যাবার পরে আমি সেখান থেকে উঠে চিৎকার করতে করতে পালিয়ে এসেছি” ।

নিজস্ব চিত্র

ঝাড়গ্রামে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে প্রায়ই হাতির হানায় মৃত্যুর ঘটনা লেগেই রয়েছে। কিন্তু ঝাড়গ্রাম শহরের বুকে পুর এলাকায় সকাল সকাল হাতির হানায় মৃত্যুর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে জেলা শহরে ।