এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
বিষ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার লালনগর এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম ইন্দ্র মাইতি, বয়স আনুমানিক ৪৯ বছর ৷
পরিবার সূত্রে জানা যায়, মৎস্য ব্যবসায়ী ছিলেন ওই ব্যক্তি ৷ তবে ব্যবসার পাশাপাশি আরও বেশি অর্থ লাভের আশায় লটারি খেলতেন ওই ব্যক্তি ৷ যার ফলে ধারদেনার জন্যই আত্মঘাতী হতে পারেন বলে প্রাথমিক অনুমান পরিবারের ৷ জানা যায় বুধবার কাজ সেরে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে যায় ওই ব্যক্তি ৷ এরপর পরিবারের সদস্যরা তাকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন ৷ তবে চিকিৎসা চলাকালীন বুধবার রাতে তার মৃত্যু হয় ৷
বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্তপ্রক্রিয়া শুরু করে বেলদা থানার পুলিশ ৷ তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।