জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

বজ্রাঘাতে গরুর মৃত্যু, আতঙ্কিত গ্রামবাসী

এনএফবি,ঝাড়গ্রামঃ

বজ্রাঘাতে মৃত্যু হল ১১টি গরুর ৷ আশঙ্কা জনক অবস্থা আরও ৩টি গরুর । সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের চুনাপাড়া এলাকার ঘটনা ।

জানা গিয়েছে, চুনাপাড়া গ্রামের বেশকিছু গ্রামবাসীর গরু চরানোর জন্য চুনাপাড়া গ্রাম সংলগ্ন জঙ্গলের কাছে বাগাল নিয়ে গিয়েছিল গরু গুলিকে । আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হতেই গরুগুলিকে একজোট করে গ্রামের দিকে নিয়ে আসছিল বাগাল । সেই সময় হঠাৎ প্রবল বজ্রপাত শুরু হয় এলাকায় । গরুর পালের মধ্যে একটি বাজ এসে পড়ে । যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১টি গরুর এবং ঘটনায় আরও ৩টি গরু গুরুতরভাবে আহত হয় । গরুর পাল থেকে বাগাল দূরে থাকায় বজ্রাঘাতের হাত থেকে রক্ষা পায় সে ।

চুনাপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, “বাগাল গরু চরানোর জন্য সকালে গরুগুলি নিয়ে গিয়েছিল । বৃষ্টি শুরু হয় সাথে বাজ পড়তে থাকে । গরুর পালের মধ্যে বাজ পড়ে ১১ টি গরুর মৃত্যু হয়েছে । ৩ টি গরুর অবস্থা খারাপ রয়েছে। ছয় থেকে সাত জন মালিকের গরু রয়েছে “। গ্রামবাসীরা আরও বলেন, “একটা বড় ক্ষতি হয়ে গেল যদি প্রাণী সম্পদ দপ্তর থেকে কোন ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে আমরা উপকৃত হব” । এই ঘটনার পরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে চুনাপাড়া গ্রামে ।