বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তির জীবনাবসান

এনএফবি, নিউজ ডেস্কঃ

প্রয়াত বিশ্বের প্রবীণতম ব্যক্তি। সাতুরনিনো দে লা ফুয়েন্টে গার্সিয়া গত ১৮ জানুয়ারি স্পেনের লেওন শহরে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১২ বছর ১১ মাস। সংবাদ সূত্রে জানা গেছে বার্ধক্য জনিত কারণেই গার্সিয়ার মৃত্যু হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি তাঁর ১১৩তম জন্মদিন ছিল। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলেছিলেন তিনি। সেই সময় তাঁর বয়স ছিল ১১২ বছর ২১১ দিন।

আরও পড়ুনঃ স্কুল খোলা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীঃ ব্রাত্য

শান্ত জীবন, কাউকে আঘাত না করার পণ-ই ছিল গার্সিয়ার দীর্ঘায়ুর রহস্য বলেই তিনি ঘনিষ্ঠ মহলে দাবি করেছিলেন। এল পেপিনো নামে বিখ্যাত গার্সিয়া ১৯০৯ সালে জন্মগ্রহণ করেন। ১৯৩৩ সালে অ্যান্তোনিনা বারিও গুতেরেজকে বিয়ে করেন। গার্সিয়ার সাত মেয়ে ১৪ জনও নাতি এবং তাঁদের ২২ জন সন্তান রয়েছে। নিজের দীর্ঘ জীবনে ১৯১৮ সালে স্প্যানিশ ফু এবং এখনও করোনা মহামারির সাক্ষী তিনি।
খর্বাকৃতির কারণে ১৯৩৬ সালে গৃহযুদ্ধের সময়ে স্পেনের সেনাবাহিনীতে জায়গা পাননি গার্সিয়া। সেনায় যোগ দেওয়ার বদলে জুতো তৈরির ব্যবসা শুরু করেন তিনি। কালক্রমে বড় চর্মকার হয়ে ওঠেন। জুতো তৈরির ব্যতীত তিনি ফুটবল অনুরাগী ছিলেন। স্থানীয় ক্লাব কালোচারাল লেওনেসার ভক্ত ছিলেন তিনি।

গার্সিয়ার মৃত্যুর পর বর্তমানে হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা এখন বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি। ভেনেজুয়েলার বাসিন্দা এই ব্যক্তির বয়স ১১২ বছর ৭ মাস। গার্সিয়ার থেকে তিন মাসের ছোট তিনি।