এনএফবি,ওয়েব ডেস্কঃ
ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে হামলার পরিপ্রেক্ষিতে শতাধিক লোকের প্রাণ হানির ঘটনা ঘটল ৷ শনিবার ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালং রিজেন্সিতে কানজুরুহান স্টেডিয়ামে ম্যাচ ছিল আরেমা এবং পার্সিবায়া সুরাবার মধ্যে ৷ ঘরের মাঠে ৩-২ গোলে হেরে যায় আরেমা ৷ রাত দশটার কিছু আগে ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আরেমা দলের সমর্থকরা হামলা চালায় বিপক্ষ দলের ওপর ৷
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় ৷ হামলার ফলে পদপিষ্ট হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে প্রায় ১৭০ জনের মৃত্যু হয়েছে ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷
এই দুর্ঘটনায় বিশ্ব ফুটবলে আলোড়নের সৃষ্টি হয়েছে ৷ ঘটনার পিছনে কি শুধু সমর্থকরাই দায়ি? নাকি পুলিশের লাঠিচার্জ বা কাঁদানে গ্যাসের ব্যবহারের ফলেই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ৷ যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ তবে এদিন যে ফুটবলের ইতিহাসে কালোদিন হয়ে থাকল সে বিষয়ে কোন সন্দেহ নেই ৷