মনোদীপ বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদঃ
মৃত্যুকে যে জয় করে সেই তো মৃত্যুঞ্জয়। এমনই এক মৃত্যুঞ্জয়ের জন্ম দিল লালগোলার বছর ২৪ এর ইয়াসমিনা খাতুন। না, বলা ভালো মৃত্যুঞ্জয়ীর। মাত্র ২৯ সপ্তাহেই পৃথিবীর আলো দেখে এই শিশু। চিকিৎসকদের মতে ৪০ সপ্তাহে একটি শিশু তার পূর্ণাঙ্গ রূপ পায়। সেখানে এই শিশু ২৯ সপ্তাহেই জন্ম নেয়। যার ওজন মাত্র ৮৬০ গ্রাম। একটি শিশুর জন্মের পর তার ওজন ২.৫ কেজি হওয়া উচিৎ, ন্যূনতম ১.৫ কেজি। কিন্তু সেখানে এই শিশুটির জন্ম হয় তার অর্ধেকের কিছু বেশি ওজনে।
লালবাগ মহকুমা হাসপাতালের চিকিৎসক মোমিন মন্ডল বলেন, “লালগোলার ইয়াসমিন খাতুন যমজ সন্তানের জন্ম দেন। তবে একটি অপুষ্ট জনিত কারণে মারা যায়। অপর শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষর চেষ্টায় সুস্থ অবস্থায় মায়ের কোলে দেওয়া হয়। টানা ৬২ দিন লড়াই শেষে জয়ের খুশিতে হাসি মুখে আজ হাসপাতাল ছাড়েন মা ও মেয়ে।” বিশিষ্ট চিকিৎসক কল্যাণ ব্রত ঘোষের হস্তক্ষেপেই এই জয় লাভ সম্ভব হয়েছে বলে জানা গেছে ৷