জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

এবার গোয়েঙ্কার কাছে এটিকে সরাতে অনুরোধ দেবাশিসদের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ফের আর একটা কর্মসমিতির বৈঠক আর ফের মোহনবাগানের নামের আগে থেকে এটিকে তুলতে তৎপরতা আর প্রতিশ্রুতি। ডার্বির আবহতেই বৃহস্পতিবার কর্মসমিতির বৈঠক হয়। আর এরপর সাংবাদিক সম্মেলনে এটিকে প্রসঙ্গ নিয়ে বাগান সচিব দেবাশিস দত্ত জানালেন,কমিটির সদস্যরা এদিন কৃতজ্ঞতা জানিয়েছেন গোয়েঙ্কাকে। তিনি যেভাবে এত অর্থ বিনিয়োগ করে ফুটবল দল তৈরি করছেন, ট্রফি জেতার জন্য সেরা দল গড়তে চেষ্টার ত্রুটি রাখছেন না, তার জন্য আমরা ওঁর কাছে কৃতজ্ঞ। উনি ক্লাবের বাইরের কেউ নন, আমাদের পরিবারেরই সদস্য। আমরা যতটা মোহনবাগানী, গোয়েঙ্কাও ঠিক ততটাই। উনিও জানেন, সমর্থকরাই ক্লাবের স্তম্ভ। তাঁরা ভালবাসা, আবেগ থেকেই নাম পরিবর্তন চেয়ে ক্ষোভ, বিক্ষোভ দেখাচ্ছেন। স‍দস‍্য-সমর্থকদের দাবি মেনেই তাঁরা সঞ্জীব গোয়েঙ্কার কাছে মোহনবাগানের আগে এটিকে তুলে দেওয়ার জন‍্য আবেদন করেছে ক্লাব।

দেবাশিস দত্তর কথায়,“আমাদের সমর্থকরা ক্লাবের স্তম্ভ। আবেগের বশেই মাঝে মধ্যে রেগে ওঠেন তাঁরা। কিন্তু আমরা মনে করি সঞ্জীব গোয়েঙ্কা নিজেও এই ক্লাবের একটি অংশ। তিনি সকলের আবেগকে উপলব্ধি করতে পারেন। সমর্থকদের আবগকে যথেষ্ট গুরুত্ব দিই আমরা। তাঁরা চান ক্লাবের নাম যেন পালটানো হয়। সেই কথা মাথায় রেখেই সঞ্জীববাবুকে অনুরোধ করা হয়েছে।’ এছাড়া দেবাশিস এটাও স্পষ্ট করে দেন সাংবাদিক সম্মেলন ছাড়া এটিকে সরানোর বিষয়ে তিনি কথা বলবেন না এটিকে সরানো একটা প্রসেস এর মধ্যে আছে আর খুব তাড়াতাড়ি এটা সরবে। যদিও বাগান ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায় জানালেন, আগের কমিটি হয়ত ক্লাবের নামের আগে থেকে এটিকে সরানো গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা সমর্থকদের আবেগ বুঝি তাই গুরুত্ব সহকারে দেখছি বিষয়টা।’এদিকে এদিন সিদ্ধান্ত হয় সদ‍্য প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নামে করা হচ্ছে ক্লাবের ভিআইপি গেট। আগামী ৩ সেপ্টেম্বর তাঁর স্মরণসভার আয়োজন করা হবে। সেদিনই উদ্বোধন হবে বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত গেটটি। উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মোহনবাগানের নামের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিন বিশ্বসেরা ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁরা হলেন পেলে, মারাদোনা এবং গ্যারফিল্ড সোবার্স। তাঁদের প্রতি সম্মান জানিয়ে ক্লাবের বড় গেটের নাম রাখা হয়েছে। ভিআইপি বক্সের নাম রাখা হচ্ছে ধীরেন দে বক্স। গোষ্ঠ পালের নামে মোহনবাগান ক্লাবের একটি আর্কাইভ তৈরি করা হবে। প্রেস বক্স করা হচ্ছে জার্নেল সিংয়ের নামে ৷