জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

সিদ্ধান্ত পরিবর্তন, ফরাক্কায় সপ্তাহে একদিন বাজার বন্ধ

এনএফবি, মুর্শিদাবাদঃ

চলতি মাসে ১২ তারিখে করোনা ভাইরাস ও ওমিক্রণ ঠেকাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের পুরোনো বাজারে একদিন করে অর্থাৎ মঙ্গলবার মাছ ও সব্জি বাজার এবং বৃস্পতিবার অন্যান্য দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো ফরাক্কার ব্লক প্রশাসন ও ফরাক্কা ব্যারেজের পুরোনো বাজার কমিটির তরফ থেকে।

শনিবার সেই নিয়ম পরিবর্তন করে এবার সপ্তাহে একদিন করে ফরাক্কা ব্যারেজের পুরোনো বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল ফরাক্কার ব্লক প্রশাসন ও ফরাক্কা ব্যারেজের পুরোনো বাজার কমিটির তরফ থেকে। যদিও জরুরি পরিষেবার দোকান গুলো ছাড় দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন ও ফরাক্কা ব্যারেজের পুরনো বাজার কমিটির যৌথ উদ্যগে ফরাক্কা ব্যারেজ বাজারে প্রতিটি মোড়ে মাইকিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

পাশাপাশি ফরাক্কা থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া বার্তায় ফরাক্কা ব্যারেজ বাজারের প্রতিটি দোকানদারের উদ্দেশ্যে জানানো হয় দোকানে ক্রেতারা যেন মাস্ক ছাড়া প্রবেশ না করে,মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার সব সময় বাধ্যতামূলক। ফরাক্কা ব্যারেজের কোনো দোকানে মাস্ক ছাড়া কোনো ক্রেতা প্রবেশ করলে, সেই দোকানের ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ফরাক্কা থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে।