জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

সাজছে ক্রিকেটের নন্দনকানন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২০২৩ বিশ্বকাপ হবে ভারতে। আর তার আগে ঢেলে সাজছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। এদিন আপেক্স কমিটির বৈঠকে তার রূপরেখা তৈরী হল।
এদিন সি এ বি সভাপতি অভিষেক ডালমিয়া জানান,” বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট মাঠ ইডেন। আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য আমরা প্রথম পর্বে ক্লাব হাউস, খেলোয়াড়দের ড্রেসিং রুম এবং মিডিয়া সেন্টারের অভ্যন্তরের একটি ফেস লিফট করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই দরপত্র বের হয়েছে। নকশাগুলো অ্যাপেক্স কাউন্সিল অনুমোদন করেছে। বছর শেষ হওয়ার আগে, আমরা আরও অনেক বেশি ঝাঁঝালো এবং আধুনিক ক্লাব হাউস দেখতে পাব,ক্লাব হাউসের নিম্ন স্তরের আসনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, গ্যালারির এফ, জি এবং এইচ স্ট্যান্ডে ছাউনিও স্থাপন করা হচ্ছে ।”

১) শেষবার ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপে হয় ইডেন সংস্কার। এবার ঢোকার মুখেই ঝাঁ চকচকে আধুনিক মানের ইডেন হাজির।
২) লিফট করে প্রেস বক্সে যাবেন সাংবাদিকরা।
৩) মিডিয়া সেন্টার আরও চওড়া হচ্ছে
৪) হচ্ছে আধুনিক মানের ড্রেসিংরুম। যেখানে আগের থেকে আরো বেশি সুবিধা পাওয়া যাবে
৫) বাড়ানো হবে দর্শকসংখ্যা। আপাতত ৬৬ হাজার দর্শকখেলা দেখতে পারেন সেটা এক লাখে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে সি এ বি র। আগামী ডিসেম্বর মাসে শেষ হবে কাজ।