জুলাই 3, 2024
Latest:
রাজ্য

সুপ্রিমকোর্টে বহাল রক্ষাকবচ, স্বস্তি শুভেন্দুর

এনএফবি, নিউজ ডেস্কঃ

দেহরক্ষীর রহস্যমৃত্যু-সহ ৫টি মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারির গ্রেফতারি নিয়ে হাইকোর্টের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিমকোর্ট। এই মামলাই শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।

আদালতে রাজ্যের বিরোধী দলনেতার যুক্তি ছিল, প্রতিটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে, বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, শুভেন্দু অধিকারিকে কোনও মামলাই গ্রেফতার করা যাবে না, নেওয়া যাবে না কোনও কড়া পদক্ষেপ। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলার শুনানি হয়, বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। শুনানির পর সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সেখানেও বহাল রইল শুভেন্দুর রক্ষাকবচ।