জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

পুনর্ভবা সেতু সংস্কারে বিলম্ব, ক্ষুব্ধ বিধায়ক

এনএফবি,গঙ্গারামপুরঃ

পুনর্ভবা সেতু সংস্কারের কাজের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ৷ দ্রুত সেতু সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবিও জানালেন তিনি।

সোমবার দুপুরে সেতু সংস্কারের কাজ পরিদর্শন করে ক্ষোভ উগড়ে দেন বিধায়ক ৷ কথা বলেন ঠিকাদারের সাথে। উল্লেখ্য গঙ্গারামপুর শহরের কালিতলা হাইরোড এলাকায় রয়েছে পুনর্ভবা সেতু। ৫১২ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে থাকে।কিন্তু বেশ কয়েকমাস ধরে সেতুটি বেহাল হয়ে পড়ে। যার জেরে নিত্যদিন সমস্যায় পড়তে হতো পথচলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের । এই অবস্থায় সাধারণ মানুষের সম্যসার কথা মাথায় রেখে শুরু হয় সেতু সংস্কারের কাজ।সেতু সংস্কারের কাজ শুরু হতেই সেতুর একপাশ দিয়ে বন্ধ হয়ে যায় চলাচল। যার জেরে শহরজুড়ে দেখা দেয় তীব্র যানজট। সেতু সংস্কারের কাজ চলায় ২ মিনিটের সেতু পার হতে সময় লাগছে প্রায় ২০ মিনিট। যার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কের দু’ধারে দাঁড়িয়ে পড়ছে কয়েকশো যানবাহন।চলাচল করতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষজন।

আরও পড়ুনঃ খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশনে একাধিক ট্রেন বাতিল

এরই মাঝে সোমবার সেতু সংস্কারের কাজ পরিদর্শন করে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তার অভিযোগ অল্প কিছু শ্রমিক নিয়োগ করা হয়েছে সেতু সংস্কারের কাজে ৷ যার কারণে কাজে সম্পন্ন করতে বেশি সময় লাগছে ।শহরজুড়ে বাড়ছে যানজট। এদিন দ্রুত সেতু সংস্কারের কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।