জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

দিল্লি – পঞ্জাব ম্যাচ সরল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বুধবার দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের যে ম্যাচ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন হওয়ার কথা ছিল, এবার সেটা মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজন করা হবে। দিল্লি শিবিরে ইতিমধ্যেই পাঁচজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সেকথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। আইপিএল টুর্নামেন্টের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে যে টুর্নামেন্টের ৩২তম ম্যাচটি যেটা দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের মধ্যে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে আয়োজন করার কথা ছিল, সেটা আগামী ২০ এপ্রিল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজন করা হবে। বাসে লম্বা সফরের সময় কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর সেই অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।” এখনও পর্যন্ত দলের পাঁচজনের করোনা হয়েছে। যার মধ্যে রয়েছেন ফিজিয়ো প্যাট্রিক ফারহার্ট, মাসাজ থেরাপিস্ট চেতন কুমার, ক্রিকেটার মিশেল মার্শ, দলের চিকিৎসক অভিজিৎ সালভি এবং সোশ্যাল মিডিয়া সদস্য আকাশ মানে। IPL-এর পক্ষ থেকে বলা হয়েছে, “আক্রান্তদের বর্তমানে আইসোলেশনে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম দিনে তাদের পুনরায় পরীক্ষা করা হবে। দু’বার পরীক্ষায় নেগেটিভ আসলে তবেই তাঁরা দলের বায়ো বাবলে প্রবেশ করতে পারবেন। ১৬ এপ্রিল থেকে গোটা দিল্লি ক্যাপিটালস দলকে RT-PCR টেস্টের মধ্যে রাখা হয়েছে। ১৯ তারিখ চতুর্থবারের জন্য টেস্ট করা হবে।”