এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
তপন থানার বাসুরিয়া এলাকার এক প্রতিবন্ধী আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ রাত্রি দশটা নাগাদ ওই যুবক প্রতিবন্ধী যুবতীর ঘরে ঢুকে সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত যুবক আরও হুমকি দেয় ধর্ষণের কথা কাউকে প্রকাশ করা হলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। এমনটাই অভিযোগ করল ধর্ষিতা যুবতীর আত্মীয়রা ।
জানা গেছে , তপন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে যুবকের বিরুদ্ধে । গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত মুনমুন মন্ডলকে। অভিযুক্তের বিরুদ্ধে যাতে সঠিক ধারা প্রয়োগ হয় তারই দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসারের সাথে সরাসরি যোগাযোগ করেন ধর্ষিতার আত্মীয়রা। তাদের দাবি আদিবাসী সমাজের উপর অন্যায় অত্যাচার হলে তার বিরুদ্ধে যে যে আইন কার্যকর হওয়া কথা সেই আইনটি যাতে কার্যকর হয় এবং অভিযুক্ত যাতে সঠিক সাজা পায় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।