শুভেন্দুর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ

এনএফবি, ঝাড়গ্রামঃ

রবিবার ঝাড়গ্রাম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে ধিক্কার সভার আয়োজনও করা হয়।

রবিবার ঝাড়গ্রাম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজ কলেজ কলোনী এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের নেতা সঞ্জিত বারুই,তৃণমূল কংগ্রেসের নেতা সুধীর হাওলাদার,চন্দ্রশেখর সাহা সহ আরও অনেকে। তৃণমূল যুব কংগ্রেসের নেতা সঞ্জিত বারুই বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার লালগড়ের ঝিটকায় দাঁড়িয়ে জঙ্গলমহলের আদিবাসী সমাজের দুই নির্বাচিত জনপ্রতিনিধি বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা ও ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন।তাই শুভেন্দু অধিকারী কে ধিক্কার জানিয়ে রবিবার তার কুশপুতুল দাহ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল।

প্রতিবাদ ৷ নিজস্ব চিত্র

এছাড়াও রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্ৰাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা এবং রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দফতর প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে গদ্দার , মিরজাফর শুভেন্দু অধিকারীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিল্কিগড় অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিমাংশু দত্ত, জামবনি ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি মধুসূদন মূর্মু সহ আরও অনেকে। এছাড়াও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।