জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

রেলের আন্ডারপাস সারাইয়ের দাবিতে বিক্ষোভ

এনএফবি, বালুরঘাটঃ

রেলের আন্ডারপাস সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর এলাকায়।

জানা গেছে সৈয়দপুর, খরাইল পাড়া, কাজিয়ালসি, ভাটরা, অশাইল, নপাড়া দশ-বারোটি গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটির উপর দিয়ে রেলপথ তৈরি হাওয়ায় রাস্তাটিকে ভাঙতে হয় ৷ সমস্যায় পড়ে এলাকার মানুষ। রেল দপ্তরের পক্ষ থেকে সেই সমস্যা নিরসন করার জন্য তিন চার বছর আগে একটি আন্ডারপাস তৈরি করে দেওয়া হলেও ওই আন্ডারপাস তৈরির সময় কাল থেকে ওই আন্ডারপাসের ভেতরে জল জমে থাকে। তাই গ্রামের মানুষ ওই রাস্তা ব্যবহার করতে পারে না। তাই গ্রামের মানুষ নিজেরাই একটি বিকল্প রাস্তা তৈরি করে নেয়। রেলের কাজের জন্য সেই রাস্তা ও আজ রেল দপ্তর ভাঙতে এলে গ্রামের মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে ৷ তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনা জানার পর এলাকায় এসে পৌঁছোয় রেল পুলিশের আধিকারিকরা। গ্রামের মানুষের সাথে এ বিষয়ে কথাও বলা হয়েছে ৷ যদিও ক্যামেরার সামনে এ ব্যাপারে মুখ খুলতে চাননি পুলিশ আধিকারিকরা ।

আরও পড়ুনঃ নির্দল প্রার্থী হয়ে মায়ের বিরুদ্ধে ভোটযুদ্ধে ছেলে