জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

সমাজবিরোধীদের কার্যকলাপ বন্ধের দাবিতে দেশপ্রাণে বিক্ষোভ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলের দুরমুঠ বকুয়াবাঁধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে একাধিক দাবি নিয়ে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয় কয়েকশো মানুষ। জানা গিয়েছে বকুয়াবাঁধ বাসস্ট্যান্ডে ব্যবসায়ীদের সুরক্ষা, সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করা, বেআইনী মদ বিক্রি বন্ধ করা, ভোট পরবর্তী সময়ে হাতীশাল বাজারে দোকান ভাঙচুর ও মালপত্র লুটেরাদের শাস্তি ও ক্ষতিপূরণ প্রদান, বালিয়া বাঁধে ইলেকট্রনিক্স দোকান লুটের আইনী ব্যবস্থা গ্রহণ,মুকুন্দপুর বাজারে তোলা আদায় বন্ধ, বকুয়াবাঁধ স্ট্যান্ডে প্রাচীন বটগাছ ছেদন,ঘুমটি উচ্ছেদের প্রতিকার, দেশপ্রাণ ব্লকের বিভিন্ন এলাকায় সমাজবিরোধীদের তাণ্ডবরোধ সহ একাধিক দাবিদাওয়ার ভিত্তিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়। পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও জেলার প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ কাঁথি থানার পুলিশ প্রশাসন সহ মহকুমা প্রশাসনের সাথে কথা বলে সমস্যা সমাধানের লক্ষ্যে হস্তক্ষেপের দাবি করেন। বকুয়াবাঁধ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সত্যব্রত মাইতি জানান, “প্রশাসনের আশ্বাসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী তুলে নেওয়া হয়।” সমস্যার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন কর্মকর্তারা।

সত্যব্রত মাইতি
অবরোধে আটকে যাওয়া গাড়ি