জুলাই 5, 2024
Latest:
জেলা

বালুরঘাটে পাড়ায় শিক্ষালয়ের পরিবর্তে শ্রেণীকক্ষে পঠন পাঠনের দাবিতে ডেপুটেশন

এনএফবি,বালুরঘাটঃ

পাড়ায় পাড়ায় শিক্ষালয় নয়, শ্রেণী কক্ষেই পঠন পাঠন করতে হবে। এই দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি বালুরঘাটে জেলা শাসককে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল।

এদিন বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড থেকে মিছিল করে শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে প্রায় দুই শতাধিক শিক্ষক অবস্থান করে ঘন্টা খানেক বিক্ষোভ দেখায়। প্রসঙ্গত ইতি মধ্যে সরকারি ভাবে অষ্টম শ্রেণি থেকে উচ্চ শ্রেণির শিক্ষার্থীদের স্কুলে বা কলেজে পড়াশোনার নির্দেশ দিলেও পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে পড়াশোনা করবে। এই নির্দেশের বিরোধিতা করেই নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা আজ জেলা শাসককে ডেপুটেশন দিয়ে এই অব্যবস্থার প্রতিবাদে আন্দোলনে নামে ।

আরও পড়ুনঃ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত ১