এনএফবি, মুর্শিদাবাদঃ
একাধিক দাবি দাওয়া নিয়ে সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন দিল এবিটিএ-র মাদ্রাসা শিক্ষক সংগঠন। রাজ্যের ৬১৫ টি মাদ্রাসা বর্তমান। যার মধ্যে মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে প্রায় ১৩০ টি। আর সমস্ত মাদ্রাসা শিক্ষাঙ্গন গুলি বিগত ৩-৪ বছর ধরে নানান বিষয়ে বঞ্চিত হয়ে আসছেন। এমনই অভিযোগ শিক্ষক সংগঠনের নেতৃত্বদের। বহু স্কুলে মাদ্রাসা নাম ব্যবহৃত না হওয়ার কারণে, স্কুল পড়ুয়াদের পোশাক, লাইব্রেরি, ল্যাব, টি.এল.এম ও মিড-ডে-মিল এর বরাদ্দ অর্থও তারা পাচ্ছেন না বলে অভিযোগ তুলছেন। এমনকি স্কুল স্যানিটাইজেসনের ক্ষেত্রেও ৬১৫ টি মাদ্রাসার সব কটি নিজেদের বরাদ্দ অর্থ পায়নি বলে জানান দেবকুন্ড সেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা মুর্শিদা খাতুন। যদিও সমস্ত অভিযোগের মান্যতা দিতে নারাজ জেলার এডিপিও দেবাশীষ সমাদ্দার। তবে কিছু বিষয়ে সমস্যা রয়েছে, সেগুলি অতি দ্রুত সমাধান করা হবে বলে তিনি জানান।