জুলাই 5, 2024
Latest:
জেলা

বালুরঘাট পুরসভায় এসএসকে কর্মীদের ডেপুটেশন

এনএফবি, বালুরঘাটঃ

দীর্ঘদিন ধরে বালুরঘাট পুরসভা এলাকার এসএসকে কর্মীদের বেতনের বৈষম্যর কারণে ক্ষুব্ধ এসএসকে কর্মীরা ৷ আজ বালুরঘাট পুরসভার পুর প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দেয় তারা ।

এই কর্মীদের অভিযোগ যে, বালুরঘাট শহরের পার্শ্ববর্তী গ্রামগুলিতে সকল এসএসকে কর্মীরা বেতন পাচ্ছে নিয়মিত, কিন্তু বালুরঘাট পুরসভার অন্তর্গত এসএসকে কর্মীদের বেতন দীর্ঘদিন ধরে বন্ধ ৷ আর সেই কারণে ক্ষুব্ধ কর্মীরা আজ ডেপুটেশন জমা দেয় বালুরঘাট পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের কাছে।তাদের দাবি আগে পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তারা তাদের বেতন ঠিক সময় মতো পেয়ে যেত। কিন্তু পুরসভার প্রশাসক বোর্ডে নতুন চেয়ারম্যান আসার পরে এসএসকে কর্মীরা তাদের বেতন ঠিকঠাক ভাবে পাচ্ছেনা। তাই ঠিক সময়ে বেতন পাওয়ার দাবিতে আজ ডেপুটেশন দেয় তারা ৷