জুলাই 8, 2024
Latest:
জেলা

কর্মসংস্থান,আধার কার্ড তৈরির দাবিতে ডেপুটেশন শবর উন্নয়ন সমিতির

এনএফবি,ঝাড়গ্রামঃ

শবরদের আধার কার্ড তৈরি , জমির পাট্টা, শবরের শিক্ষিত যুবক-যুবতীদের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান করে দেওয়া সহ মোট ১২ দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে ডেপুটেশন দিল শবর উন্নয়ন সমিতি । এদিন ঝাড়গ্রাম শহরের জামদা এলাকা থেকে শতাধিক শবর যুবক-যুবতী মিছিল করে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে পৌঁছায়। জেলাশাসকের কাছে শবর উন্নয়ন সমিতির ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়া হয়। তাদের দাবি গুলি হল, দুয়ারে রেশনের মাধ্যমে সরকার নির্ধারিত রেশন দ্রব্য শবর পরিবারগুলিকে সঠিক পরিমাণে দিতে হবে । প্রতিটি শবর পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড তৈরি করার কর্মসূচি বাস্তবায়িত করতে হবে । প্রতিবছর শবরদের ১৫০দিন কাজ দিতে হবে এবং বেলপাহাড়ি ও বাঁশপাহাড়ি এলাকার শবরদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে প্রদান করতে হবে। উদ্বাস্তু শবর পরিবারগুলিকে জমির পাট্টা প্রদান করতে হবে ।

নিজস্ব চিত্র

শবরদের পাট্টা পাওয়া জমি, জমি মাফিয়ারা ভূমি রাজস্ব দপ্তরের মদতে জাল নথী তৈরি করে জমি বিক্রি করে দেয়া হচ্ছে এই অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ শবর যুবক-যুবতীদের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে বলেও তারা দাবি জানান। পাশাপাশি শবর পরিবারগুলিকে বসবাসযোগ্য পাকা বাড়ি তৈরি করে দিতে হবে বলেও দাবি তোলেন। শবর উন্নয়ন কমিটির ঝাড়গ্রাম জেলার নির্দেশক দিনেশ কুমার মাহাতো বলেন, “সরল সাধারণ শবরদের ভুলিয়ে ভূমি দপ্তরের কিছু আধিকারিক জমি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে শবরদের জমি বিক্রি করে দেয়া হচ্ছে। এই চক্রের পর্দা ফাঁস করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক । এছাড়াও শবর এলাকায় গিয়ে তাদের আধার কার্ড তৈরির জন্য শিবিরের ব্যবস্থা করা হোক প্রশাসনের পক্ষ থেকে । শবর যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিসহ মোট ১২ দফা দাবিকে সামনে রেখে এদিন জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় “।