জুলাই 5, 2024
Latest:
জেলা

প্রতিকূলতা সত্ত্বেও মিনিফ্রিজ নির্মাণ অব্যাহত গরমে তেষ্টা মেটাতে

এনএফবি, বালুরঘাটঃ

গ্রীষ্মে তাপপ্রবাহ যত বাড়ছে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের মানুষের তেষ্টা মেটাতে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের মাটির তৈরি মিনি ফ্রিজের চাহিদাও তত বাড়ছে। গাল ভরা নাম মিনি ফ্রিজ হলে ও আসলে তা মাটির তৈরি জল রাখার জালা বলেই সকলের কাছে পরিচিত ৷ বছরের অন্যান্য সময়ে তেমন বিক্রিবাট্টা না থাকলেও গরমের কারণে এসময়ে বিক্রি ব্যাপকভাবে বেড়ে যায়। তাই চাহিদার জোগান দিতে এবং বিক্রির থেকে দুপয়সা ঘরে আনতে ছুটতে হয় ভিন রাজ্যের কানপুর, এলাহাবাদ, থেকে উড়িষ্যার বিভিন্ন প্রান্তে । তবে চাহিদা বাড়লেও বাজার মূল্য না বাড়ায় কুমোর শিল্পীরা হতাশ। তাই এই পেশা থেকে বর্তমান প্রজন্মের অনেকেই মুখ ঘুরিয়ে নিচ্ছে। তবুও গঙ্গারামপুরের কান্দিঘাট এলাকার প্রায় ২৫০ জন কিছু কিছু সরকারি সাহায্য পেয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালাচ্ছেন। আর সেই কাজে মহিলারাও যুক্ত আছে বলে জানা গেছে। তাদের দাবি জেলা শিল্প কেন্দ্র থেকে দু একটি সরকারি সাহায্য মিললেও এই শিল্পের জন্য আরও বেশ কয়েকটি ক্ষেত্রে সরকারি সাহায্য মিললে এই শিল্প থেকে যেমন এলাকার বেকার সমস্যা মেটার আশা থাকে পাশাপাশি এই শিল্পকে জেলায় বাঁচিয়ে রাখা সম্ভব হবে।

নীলকমল পাল , মৃৎশিল্পী ৷ নিজস্ব চিত্র

প্রসঙ্গত, গ্রাম বাংলার মাটির তৈরি সামগ্রী নিয়ে কবিতা লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। কবির ‘হাট’ কবিতায় তার উদাহরণ মেলে। কিন্তু যন্ত্রনির্ভর আধুনিক সভ্যতায় সাধারণ মানুষ মাটির জিনিস ব্যবহারের কথা ভুলে গিয়েছেন। কুঁজোয় জল রেখে পান করার ব্যাপারেও সাধারণ মানুষের অভ্যাস হারিয়ে গেছে। একটা সময় ছিল যখন দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি মহল্লা ও পাড়াতে প্রতিটি ঘরে কুটির শিল্পের অন্যতম নির্দশন ছিল মাটির কুঁজো ও জালা। আগেকার মানুষের কাছে সেটাই ছিল ‘মিনি ফ্রিজ’। কিন্তু এখন ঘরে ঘরে ফ্রিজ চলে আসায় এইসব মাটির তৈরি সরঞ্জামের ব্যবহার কমেছে।আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতায় এখন অনেকেই কৃত্রিম প্রক্রিয়ায় জল ঠান্ডা করে খায়। কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জল ঠান্ডা রাখার একমাত্র উপায় মাটির জালা বা কুঁজো। এখানে জল স্বাভাবিক তাপমাত্রার তুলনায় দুই-তিন ডিগ্রি কম থাকে। সেই জল পানে আলাদা তৃপ্তি থাকে। মূলত এলাকার নদী ও পুকুর থেকে তুলে আনা দোআঁশ ও এঁটেল মাটি দিয়েই এগুলি তৈরি করা হয়। কিছু সাদা বালিও ব্যবহৃত হয়। বর্তমানে প্রায় দুই ফুট উচ্চতা বিশিষ্ট একটি জালার পাইকারি দর ২৫ থেকে ৩০ ও ৫০ টাকা পর্যন্ত। আবার ভিন রাজ্যে এর মূল্য অনেক বেশি পাওয়া যায়।

বীণা রানি পাল , মৃৎশিল্পী ৷ নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র