জুলাই 5, 2024
Latest:
জেলা

করোনা মহামারি কাটিয়ে এবার পুজোয় কাজের আশায় জটেশ্বরের ঢাকিরা

এনএফবি,আলিপুরদুয়ারঃ

শরতের আকাশে চোখ গেলেই শুধু রাশি রাশি পেঁজা তুলোর মেলা, মন নেচে ওঠে শারদীয়ার আগমনী বার্তায়। দেবীর আগমনে প্রকৃতিও নিজেকে সাজিয়ে তোলে মোহিনী রূপে। আর এই শারদ উৎসবের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল ঢাকের বাজনা। ঢাকে কাঠি পড়লেই আপামর বাঙালির মনে অদ্ভূত এক উন্মাদনার প্রকাশ ঘটে। ঢাকের তালে কোমর দুলিয়ে নেচে ওঠে আবালবৃদ্ধবনিতা।আলিপুরদুয়ার জেলার নামকরা ঢাকিপাড়ার মধ্যে জটেশ্বর হাজরাপাড়া উল্লেখযোগ্য। দীর্ঘ করোনা পরিস্থিতির পর এবার পুজোতে বায়না পাওয়ার আশায় রয়েছেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর হাজরাপাড়া এলাকার এই ঢাকিরা।

নিজস্ব চিত্র

জানা গিয়েছে,এই এলাকায় রয়েছে প্রায় ৩০ থেকে ৪০টি ঢাকি পরিবার। তাঁদের উপার্জনের একমাত্র পথ বলতে পুজোর মরশুমে ঢাক বাজানো। কিন্তু গত দুবছর করোনা মহামারির জেরে অন্যান্য জায়গার মতো এই এলাকার ঢাকিদেরও রোজগার বন্ধ ছিল। এরফলে ঢাকিদের অনেকেই তাঁদের পরিবারে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে ভীষণ সমস্যায় ভুগছেন। অথচ বহু বছর ধরে জেলা তথা রাজ্যের সীমানা ছাড়িয়ে অসম সহ বিভিন্ন জায়গায় পুজোয় ঢাক বাজিয়ে ভালোভাবে সংসার চালিয়ে আসছেন এখানকার ঢাকিরা। এবার পুজো আসছে। ইতিমধ্যে ঢাক-ঢোল ইত্যাদি ঠিকঠাক করে ওই এলাকায় রীতিমতো মহড়া চালাচ্ছেন এই ঢাকিরা।