জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

হেরে দলের ব্যাটিংকে দুষলেন ধাওয়ান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারলো পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ৮ ওভারে ৬১ রানে চার উইকেট হারায় এবং তারপরে ইনিংসের শেষ ৭ বলে কোন রান যুক্ত না করে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানে গুটিয়ে যায়।
সানরাইজার্স হায়দ্রাবাদ তিনটি বিভাগেই পঞ্জাব কিংসকে টেক্কা দিয়ে ৭ উইকেটে জিতে টানা চতুর্থ জয় অর্জন করে এবং পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে আসে। এই ম্যাচ হেরে দলের অস্থায়ী অধিনায়ক শিখর ধাওয়ান দোষ দিচ্ছেন দলের ব্যাটিংকে। তিনি ম্যাচ শেষে জানান,”আমার মনে হয়েছে যে আমরা ৩০-৪০ রান কম করেছিলাম। আমরা শুরুতে খুব বেশি উইকেট হারিয়েছি এবং এটি আমাদের ক্ষতি করেছে। একবার আমরা অনেক উইকেট হারিয়ে ফেলার পর খেলাটিকে ইনিংসের শেষ অবধি নিয়ে যেতে পারার ক্ষেত্রে লিভিংস্টোন সত্যিই ভাল খেলেছে। এটি একটি চমৎকার উইকেট ছিল, অতিরিক্ত বাউন্স ছিল।” চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। পরের ম্যাচে তার ফেরার সম্ভবনা প্রবল।

আরও পড়ুনঃ বৃথা গেল লিভিংস্টোনের লড়াই, জয় হায়দ্রাবাদের – NF Bangla Private Limited (newsfrontbangla.com)