স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
পরাস্ত হল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৭ উইকেটে হারল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলটি। এই দিন দুরন্ত ব্যাটিং করলেন টম লাথাম। তাঁর দাপটেই কার্যত জয় হাতছাড়া হয়ে গেল ভারতীয় দলের।
এই দিন ইডেন পার্কে টস হেরে প্ৰথমে ব্যাটিং করতে নামে ভারত। ওপেন করতে নেমে দুরন্ত পারফরম্যান্স করে শিখর এবং শুভমনের জুটি। ২৪তম ওভারে লকি ফার্গুসনের বলে ক্যাচ আউট হন শুভমন (৫০)। এর পরের ওভারেই আউট হন অধিনায়ক শিখর। ৭২ রান করে আউট হন গব্বর। দুই ব্যাটারের ওপেনার জুটি ফেরার পর দলকে কার্যত একাই টানলেন শ্রেয়স আইয়ার। এই দিন ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব’রা ব্যাটে নামলেও বিশেষ রান করতে পারেননি। পন্থের সংগ্ৰহ ১৫ এবং সূর্যের সংগ্ৰহ ৪। অন্যদিকে, সঞ্জু স্যামসন এবং ওয়াশিংটন সুন্দর এসে ঝোড়ো ইনিংস খেলেন। সঞ্জুর সংগ্ৰহ ৩৬ এবং ১৬ বলে ৩৭ রান করলেন ওয়াশিংটন। এই দিন ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করলেন শ্রেয়স। ব্যাট হাতে তাঁর সংগ্ৰহ ৮০। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন লকি ফার্গুসন এবং টিম সাউদি। তিনটি করে উইকেট নেন তাঁরা। একটি উইকেট নেন অডম মিল। এই সুবাদে নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করল ভারত। ৩০৭ রানের পুঁজিতে বল করতে নেমে ভারতীয় বোলারদের নাজেহাল করে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ফিন আলন(২২), ডেভন কনওয়ে (২৪)এবং ড্যারেন মিচেল(১১) তাড়াতাড়ি ফেরার পর দলকে টানলেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং টম লাথাম। এই অনবদ্য ব্যাটিং করলেন লাথাম এবং কিউয়ি অধিনায়ক। তাদের সৌজন্যেই কানক্ষুইট জয় পেয়ে গেলেন কিউইরা। এই দিন ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকলেন লাথাম এবং ৯৮ বলে ৯৪ রান করলেন উইলিয়ামসন। এই সুবাদে নির্ধারিত ইনিংসের ১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পেয়ে যায় নিউজিল্যান্ড। এই দিন ভারতের হয়ে দুটি উইকেট নিলেন উমরান মালিক এবং একটি উইকেট নিলেন শার্দুল ঠাকুর।