চরতোর্ষা ডাইভারশন মেরামতিতে ঢিমেতালা, বিক্ষোভ

এনএফবি,আলিপুরদুয়ারঃ

চরতোর্ষা ডাইভারশন ভেঙে থাকায় গত দশদিন ধরে ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কে যান চলাচল বন্ধ। এতদিনেও ডাইভারশন সারাইয়ের কাজ সম্পন্ন না হওয়ায় শনিবার বিক্ষোভ দেখাল স্থানীয় কালীপুর এলাকার একটি ক্লাব। সকাল দশটা নাগাদ ক্লাবের সদস্যরা ডাইভারশন চত্বরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, ডাইভারশন সারাইয়ের কাজ খুব ধীর গতিতে চলছে। গুরুত্বপূর্ণ একটি রাস্তা এতদিন ধরে এভাবে থাকলেও জেলা বা ব্লক প্রশাসনেরও কোনও হেলদোল নেই। হাজার হাজার মানুষের ভোগান্তি চরমে। এদিন ডাইভারশনের ওপরে ক্লাবের তরফে সব চলাচল বন্ধ করে বিক্ষোভ চলতে থাকে। এজন্য আটকে পড়েন নদীর দু’পারে বহু মানুষ। তবে তারাও আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। পরে খবর পেয়ে মহাসড়ক কর্তৃপক্ষের তরফে কাজের সুপারভাইজার ঘটনাস্থলে আসেন। অবশেষে দ্রুত কাজ শেষের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়।