জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ধোনিকে মেন্টর হতে গেলে নিতে হবে অবসর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিপাকে বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।দক্ষিণ আফ্রিকা ও আমিরশাহির ঘরোয়া টি-টোয়েন্টি লিগে বিভিন্ন দল কিনেছেন আইপিএলের দলগুলির মালিকরা। সেখানে কোনও ভারতীয় ক্রিকেটার খেলতে পারবেন না। কেউ সাপোর্ট স্টাফও হতে পারবেন না । আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে কেউ অবসর নিয়ে থাকেন তাহলে বিদেশী লিগেও খেলতে পারবেন না । নাম প্রকাশ করায় অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানান,”সমস্ত ধরনের খেলা থেকে অবসর নেওয়ার আগে কোনও ভারতীয় ক্রিকেটার বা ঘরোয়া ক্রিকেটার বিদেশি লিগে অংশ নিতে পারবে না। যদি কেউ অংশ নিতে চায়, তা হলে আগে বোর্ডের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। ধোনি এখনও সিএসকে-র হয়ে আইপিএল খেলে। ওকে আগে অবসর নিতে হবে।”ধোনির এই বিষয় সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ ২০১৯ সালে নিয়ম বহির্ভূত কাজ করার জন্য ভারতের আর এক উইকেটকিপার দীনেশ কার্তিককে ক্ষমা চাইতে হয়েছিল । বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সত্ত্বেও বোর্ড কর্তাদের অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্স ড্রেসিংরুমে ঢোকেন ।গত ইংল্যান্ড সফরে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ভারতের ম্যাচে উপস্থিত থেকেছেন। উইম্বলডনও চলছিল সে সময়। টেনিস দেখতে উইম্বলডনেও হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচি তাঁর শহর হলেও চেন্নাইতে ধোনির জনপ্রিয়তা কারও অজানা নয়। আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের ক্রিকেট জনতার কাছে ‘থালা’ অর্থাৎ অধিনায়ক রয়ে গিয়েছেন এখনও। চেন্নাইকে মোট চারবার আইপিএল ট্রফি জিতিয়েছেন।পরের বছরও ধোনিকে দেখা যাবে আইপিএলে! তিনি এর উত্তরে গত আইপিএলে জানান,”পরের বছরও আমাকে হলুদ জার্সিতেই দেখা যাবে। সেটা এই জার্সি হতে পারে। আবার অন্যও হতে পারে। সেটা বলা যায় না। কিন্তু জার্সির রং হলুদই থাকবে।”