অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আইপিএলের আগেই হঠাৎ চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি । প্রথম ম্যাচে নামার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন ধোনি। দায়িত্ব তুলে দিলেন রবীন্দ্র জাডেজাকে। এক বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবার এ কথা জানিয়েছে চেন্নাই।
২০০৮-এ শুরু হয় আইপিএল। প্রথম বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে দু’বছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। তখন পুণে সুপার জায়ান্টে খেলেছিলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফেরার পরে ফের তাঁকে অধিনায়ক করা হয়। প্রত্যাবর্তনের পরে দু’বার আইপিএল জিতেছে চেন্নাই। গত বারও তারা ফাইনালে হারায় কলকাতা নাইট রাইডার্সকে। ২০১২ সাল থেকে চেন্নাইয়ে রয়েছেন জাডেজা। মাঝে এক বার ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না চেন্নাইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। জাডেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।