জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ধোনি একা বিশ্বকাপ জেতায় আর আমরা তো লস্যি খেতে গিয়েছিলামঃ হরভজন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ফের প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে একহাত নিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। ২০১১ সালে ভারতীয় ক্রিকেট দল শেষবার একদিনের ফরম্যাটে বিশ্বকাপ জয় করেছিল। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির সেই ম্যাচ জয়ী ছক্কা, আজও ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। অনেকেই স্বীকার করেন যে ২০১১ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পিছনে মহেন্দ্র সিং ধোনির সবথেকে বেশি অবদান ছিল। কারণ তাঁর নেতৃত্বেই শেষপর্যন্ত জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া। পাশাপাশি ফাইনাল ম্যাচে নিজের পরিচিত স্লট ছেড়ে উপরের দিকে ব্যাট করতে এসেছিলেন তিনি। তবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং কিন্তু একথা একেবারে স্বীকার করেন না। তিনিও ওই বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন। তিনি মনে করেন, একমাত্র টিমওয়ার্কের কারণেই এই জয়লাভ সম্ভব হয়েছে। কারোর ব্যক্তিগত পারফরম্যান্সে জয় আসেনি। কথাটা কিন্তু একেবারে ভালোভাবে হজম করতে পারেননি হরভজন। সেকারণেই সঙ্গে সঙ্গে তিনি এই মন্তব্যের বিরোধিতা করেন। জিজ্ঞাসা করেন, “দলের বাকী ক্রিকেটাররা ডাংগুলি খেললে কি হত?” এরপর তিনি আরও যোগ করেন, অস্ট্রেলিয়া যখন কোনও বিশ্বকাপ টুর্নামেন্টে জয়লাভ করে, তখন গোটা দলকে সেই কৃতিত্ব দেওয়া হয়। কিন্তু, ভারত যখন জেতে, তখন শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনিকেই এই কৃতিত্ব দেওয়া হয়।হরভজন বললেন, “যখন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয় করে, তখন সংবাদপত্রের শিরোনামে লেখা হয় যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়। আর ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয় করেছিল প্রত্যেকেই একথা বলেছিল যে মহেন্দ্র সিং ধোনির জন্যই বিশ্বকাপ জয় সম্ভব হয়েছে। তাহলে বাকি ১০ জন ক্রিকেটার কি লস্যি খেতে গিয়েছিল? বাকী দশজন ক্রিকেটার কী করল? গৌতম গম্ভীর কী করল? বাকীরা কী করল?”এরপর খানিক শান্ত হয়ে হরভজন বলেন যে যখন একটা দল ভালো খেলে তখনই জয় সম্ভব। না হলে জয় কখনই আসবে না। এরআগে সেই বিশ্বকাপ ফাইনালের আর এক নায়ক গৌতম গম্ভীরও জানান যে ধোনির একটা ছয় ভারতকে বিশ্বকাপ জেতায়নি পুরো দল ভালো খেলে বলে দল চ্যাম্পিয়ন হয়।